গত ৩০ নভেম্বর ২০২০ থেকে করোনা পজিটিভ হয়ে হোম কোয়ারেন্টাইনে আছি। মার্চেন্ডাইজিং কাজগুলো মোটামুটি ল্যাপটপের সাহায্যে করতে পারছি । করোনো ভাইরাসের প্রাদুর্ভাবের সেই প্রথম মার্চ মাস থেকেই অধিকাংশ কাজ এমনকি গ্রোসারী, মাছ, সবজি বাজার সবকিছুই ফোন, ইন্টারনেটের সাহায্যে করতে সক্ষম হচ্ছি ডিজিটাল বাংলাদেশের কল্যানে।
১০ ডিসেম্বর ক্রেডিট কার্ডের বিল দেয়ার শেষ তারিখ নইলে ৪৫০টাকা জরিমানা। ভাবছি কি করি। দুটি উপায় - বিকাশ অথবা সরাসরি বুথে গিয়ে জমা দেয়া। দ্বিতীয়টি সম্ভব নয়। অগ্রনী ব্যাংকে বন্ধু নাসেরকে মেইলে অথরাইজ করে টাকাটা উত্তরা ব্যাংকে বন্ধু স্কাইল্যাব এর নাসরাবাদ ব্রাঞ্চে TT করলাম। আর স্কাইল্যাব একজন বাহককে দিয়ে SCB GEC বুথে জমা করল, ব্যাস হয়ে গেল 👍
No comments:
Post a Comment